ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫১

প্রকাশিত: ০৭:০১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশ অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৫১ আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছে সাতক্ষীরা সদর থানার ২০ জন, কলারোয়া থানার ১০ জন, তালা থানার দুইজন, কালিগঞ্জ থানার চারজন, শ্যামনগর থানার চারজন, আশাশুনি থানার ৬ জন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার ৪জন। এদের মধ্যে চারজন নাশকতা মামলার আসামি।

আকরামুল ইসলাম/এফএ/পিআর