জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ রোল মডেল : আইজিপি
সাম্প্রতিক সময়ে পুলিশ যেভাবে জঙ্গিবাদ দমন করেছে তাতে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে রোল মডেল হতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে যেসব জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠেছিল আমরা সেসব জঙ্গিদের দমন করেছি। যেকোনো দেশের জন্য এটি রোল মডেল হতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। দেশের প্রতিটি এলাকায়, প্রতিটি ঘরে জঙ্গিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলা হবে। এভাবেই জনগণকে সম্পৃক্ত করে বাংলার মাটি থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা সম্ভব হবে।
পরে আইজিপি আখাউড়া থানা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় আইজিপির সঙ্গে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সহাকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. আলাউদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর