ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

প্রকাশিত: ১১:১৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

নাটোরের বড়াইগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ মন্ডল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলার দাউদিয়া গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে এবং ধারাবরিষা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জের তাড়াশ থেকে মাছ কিনে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল আজিজ। পধিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রেজুর মোড় এলাকায় বিপরীতগামী সিএনজির সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম রেজা/এআরএ/এমএস