ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে নদী থেকে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ

প্রকাশিত: ১১:৪১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শ্যালো মেশিন, পাম্প ও পাইপসহ বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলার সহকারী ভূমি কমিশনার ম্যাজিস্ট্রেট ফিরোজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার এসব সরঞ্জামদি জব্দ করা হয়।

পাঁচবিবি উপজেলার সহকারী ভূমি কমিশনার ম্যাজিস্ট্রেট ফিরোজ হাসান জানান, নদীতে বোরিং করে বালু উত্তোলনের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পাঁচবিবির ছোট যমুনা ও তুলশী গঙ্গাসহ কয়েকটি পয়েন্ট থেকে বালু উত্তোলন করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মালামালগুলো জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে তদন্ত করে এসব অবৈধ বালু উত্তোলনকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান সহকারী ভূমি কমিশনার।

রাশেদুজ্জামান/এএম/এমএস