ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিতু হত্যা : মিলনের জামিন না মঞ্জুর

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

মাদারীপুরের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডলের হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়া মিলন মন্ডলের জামিন না মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার সাতদিনের রিমান্ড আবেদন করা হলে না মঞ্জুর করা হয়।

শনিবার ম্যাজিস্ট্রেট ফৌজিয়া হাফসার আদালতে শুনানি শেষে মিলনের রিমান্ডের আবেদন না মঞ্জুর করা হয়। একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বাতিল করা হয়।

দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ মিলনের সাতদিনের রিমান্ড আবেদন করেন।

হত্যার দায় স্বীকার করে গত সোমবার মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ হাকিম ফৌজিয়া হাফসার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিলন।

প্রসঙ্গত, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের আইসারকান্দি গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গতকাল রোববার সকালে স্কুলে যাবার পথে নিতু মন্ডলকে (১৪) ছুরি দিয়ে কুপিয়ে খুন করে প্রতিবেশী বীরেণ মন্ডলের ছেলে মিলন মন্ডল।

এ ঘটনায় নিতুর বাবা নির্মল মন্ডল বাদী হয়ে মিলন মন্ডলকে আসামি করে ডাসার থানায় মামলা দায়ের করেন। পরে মিলনকে গ্রেফতার করা হয়।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস