ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নবীনগরে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা চাপায় ক্ষীতিশ চন্দ্র রায় (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার জিনোদপুর ইউনিয়নের চুওরিয়া মালাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ক্ষীতিশ চন্দ্র রায় জিনোদপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ক্ষিতীশ চন্দ্র রায় বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস