ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে ছেলের হাতে বাবা খুন

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবাকে খুন করছে মাদকাসক্ত ছেলে। রোববার ভোরে ভাটারা ইউনিয়নের ফুলদহ নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম মমতাজ উদ্দিন (৪৫)।

সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ নয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের মাদকাসক্ত ছেলে উমর আলী (১৫) ভোরে নেশার জন্য টাকা চুরি করতে বাবার ঘরে যায়। এসময় বাবা মমতাজ উদ্দিন ছেলেকে টাকা চুরিতে বাধা দেয় এবং বকাঝকা করে। এক পর্যায়ে মাদকাসক্ত ছেলে উমর আলী নেশার টাকা না পেয়ে উত্তেজিত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে মমতাজ উদ্দিনকে রক্তাক্ত জখম করে।

পরে মমতাজকে মুমূর্ষু অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে উমর আলী পলাতক রয়েছে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
 
সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শুভ্র মেহেদী/এআরএ/এমএস