সিরাজগঞ্জে হাজার পিস ইয়াবাসহ আটক ২
সিরাজগঞ্জ ও রায়গঞ্জে পৃথক দুইটি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ২১পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
শনিবার রাতে সদর উপজেলার শালুয়াভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকারপাড়া গ্রামের মৃত আবু বক্কর খানের ছেলে শীর্ষ ইয়াবা সম্রাট আব্দুল মজিদ খান (ডাইল মজিদ) (৪৫) ও সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকার সোবাহান সেখের ছেলে ওমর ফারুক (৩০)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের রায়গঞ্জ উপজেলার নলকার চন্ডিদাসগাতী পূর্বপাড়া বেইলি ব্রিজের দক্ষিণপাড়ে অভিযান চালিয়ে আব্দুল মজিদ খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮২৬ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলা করা হয়েছে।
অপরদিকে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের এলাহী বক্সের বাড়িতে অভিযান চালিয়ে ওমর ফারুক নামে আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এএম/পিআর