ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীর মরদেহ গুমের অভিযোগে স্বামী গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীকে খুন করে মরদেহ গুমের অভিযোগে স্বামী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে হাবিবুরকে গ্রেফতার করে। গ্রেফতার হাবিবুর পাকুন্দিয়া উপজেলার সাটিয়াদি গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, ২০১০ সালে পাকুন্দিয়া উপজেলার সাটিয়াদী গ্রামের আবুল কালামের ছেলে হাবিবুর রহমান একই উপজেলার হোসেন্দি মোকামপাড়া গ্রামের আল আমিনের মেয়ে রোজিনা আক্তারকে বিয়ে করেন। ২০১৫ সালের ১২ ডিসেম্বর গৃহবধূ রোজিনা রহস্যজনকভাবে নিখোঁজ হন।

সে সময় পরিবারের লোকজন অভিযোগ করেন, রোজিনাকে তার স্বামী হত্যা করে মরদেহ গুম করেছেন। ঘটনার পর থেকেই হাবিবুর রহমান আত্মগোপন করেন।  

এ ব্যাপারে ২০১৬ সালের ১৫ জুন রোজিনার দাদী ফরিদা আক্তার বাদী হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গ্রেফতার হাবিবুর রহমান তার স্ত্রী রোজিনাকে হত্যা করে মরদেহ গুম করার কথা স্বীকার করেছে। মরদেহ উদ্ধারের জন্য তার দেখানো কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি। তবে অভিযান চালানো হচ্ছে।

নূর মোহাম্মদ/এএম/পিআর