ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মা হত্যার বিচার চাইলো সন্তানরা

প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে জান্নাতুল ফেরদাউস সুমি হত্যার ঘটনায় জড়িতদের বিচার চাইলো তার সন্তানরা। এ সময় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং মরদেহের পুনরায় ময়নাতদন্ত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

রোববার দুপুর ১টার দিকে জেলা রিপোর্টাস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে নিহতের ছেলে মো. জোবায়ের হোসেন (১১), মেয়ে সায়মা আক্তার মীম (৮), ছোট ছেলে জিহাদ হোসেন (৩) মায়ের হত্যার বিচার দাবি করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী ও নিহত জান্নাতুল ফেরদাউস সুমির বড় ভাই সেকায়েত হোসেন বলেন, সুমির স্বামী জয়নাল আবেদীন বাড়ি নির্মাণের জন্য ৬ লাখা টাকা যৌতুক বাবার বাড়ি থেকে এনে দেয়ার জন্য চাপ দেয়।

তাকে এক লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়। বাকি টাকা না পেয়ে তিনি কারণে-অকারণে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

৮ আগস্ট রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরদিন যৌতুকের দাবিতে স্বামী, দেবর, শাশুড়ি পিটিয়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে তারা এ ঘটনাকে ধামাচাপা দিতে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পরে অভিযান চালিয়ে পুলিশ মামলার আসামি স্বামী জয়নাল, শাশুড়ি মরিয়ম বেগম, দেবর মো. হোসেন ও ননদ সুমিকে গ্রেফতার করে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

তিনি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমির ছেলে জোবায়ের হোসেন (১১) ও মো. জিহাদের (৩) জবানবন্দি নেয়। ঘটনাটিকে তারা হত্যাকাণ্ড বলে জবানবন্দি দেয়। কিন্তু পরবর্তীতে আসামিপক্ষের লোকজনের প্ররোচনায় সংশ্লিষ্টরা প্রভাবিত হয়ে ময়নাতদন্ত ও পুলিশ রিপোর্টে আত্মহত্যা বলে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। মামলার বাদী পুলিশ রিপোর্ট ও ময়নাতদন্ত প্রতিবেদনে প্রতি আদালতে অনাস্থা জানিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন নিহতের ছেলে মো. জোবায়ের হোসেন, মেয়ে সায়মা আক্তার মীম, ছোট ছেলে জিহাদ হোসেন, ভাই সেকায়েত হোসেন, জাকির হোসেন সুমন, জামাল উদ্দিন ও কামাল হোসেন প্রমূখ।

কাজল কায়েস/এএম/পিআর