ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা

প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

ভৈরবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার কালীপুর-চন্ডিবের নতুন রাস্তার ব্রিজ সংলগ্ন কালীপুর ছাত্র-যুবক পরিষদের আয়োজনে এ নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন ভৈরব উপজেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ চেয়ারম্যান আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া।  

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ের সভাপতি মির্জা সুলায়মান, কলতান খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য জাহাঙ্গীর আলম সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আরেফিন জালাল রাজিব, ছাত্র-যুবক পরিষদের আহ্বায়ক বশির আহমেদ বিপ্লব প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম বিজয়ী ইউনুছ মিয়া পেয়েছেন একটি খাসি। দ্বিতীয় বিজয়ী আসাদ ও তৃতীয় বিজয়ী মহেশপুর উভয় পেয়েছেন ডিনার সেট।

সাঁতার প্রতিযোগিতায় ১ম বিজয়ী নাজমুল পেয়েছেন ডিনার সেট, দ্বিতীয় বিজয়ী বাপ্পি ও তৃতীয় বিজয়ী মুমিনুল পেয়েছেন ডিনার সেট।

এছাড়া ও কোষা নৌকা প্রতিযোগিতায় ১ম বিজয়ী বিল্লাল পুরস্কার হিসাবে পেয়েছেন খাসি। দ্বিতীয় বিজয়ী সুমন ও তৃতীয় বিজয়ী দানা মিয়া পেয়েছেন ডিনার সেট।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর