সৈয়দ নজরুল কলেজ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। দুপুরে বন্ধ ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে আবারো জরুরি বৈঠক ডেকে আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
আগামীকাল সোমবার কলেজের ক্লাস ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম চলবে বলে জানান কলেজের অধ্যক্ষ ডা. রুহুল আমিন।
তিনি বলেন, কলেজের পরিস্থিতি শান্ত রাখতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবং শিক্ষার্থীদের বিড়ম্বনার কথা চিন্তা করে রাতে আবার মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
এর আগে কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্র লীগের দু’গ্রুপের সংঘর্ষের জের ধরে রোববার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে রোববার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছিল।
জানা যায়, মেডিকেল কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার রাতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।
নূর মোহাম্মদ/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান