ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টানা বর্ষণে শ্রেণিকক্ষে পানি : চলছে পাঠ কার্যক্রম

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কয়েকদিনের টানা বর্ষণ ও জোয়ারের প্রভাবে দিনাজপুরের ঝাড়বাড়ি উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা প্লাবিত হয়েছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ আশপাশের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। পানিতে ডুবে থাকা ওসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অবস্থায় চলছে পাঠদান।

শুক্রবার বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেমে থেমেই প্রবল বেগে নেমে আসে। রোববার বিকেল পর্যন্ত মেঘ ভারী হয়ে বৃষ্টি নামে। এতে জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি উচ্চবিদ্যালয় এবং ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তলিয়ে যায়। সেখানে চলছে ক্লাস। এদিকে শিক্ষার্থীদের অনেকে পানিতে অসুস্থ হবার ভয়ে ক্লাসে অনিয়মিত হয়ে পড়েছে।

গত তিন বছর থেকে এ অবস্থার তৈরি হলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। শিক্ষক-শিক্ষাথীদের দুর্ভোগ বাড়ছে। এ অবস্থায় স্কুল বন্ধও রাখা যায় না। আবার এতে স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা কমে যায়। সবমিলে স্কুলের পাঠদান ব্যাহত হচ্ছে।

Dinajpur

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মায়িশা আক্তার বলেন, পানির কারণে বিদ্যালয়ে আসতে পারি না, পোশাক বইপত্র ভিজে যায়। পচা পানিতে হাত-পা চুলকায়। পরে ঘায়ের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. কাওসার হোসেন জানান, পানিতে ভেসে আসা বিভিন্ন ময়লার দুর্গন্ধ আর পোকা মাকড়ের ভয়ে বিদ্যালয়ে আসা যাচ্ছে না।

ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক শাহনাজ পারভীন ঝর্না বলেন, বৃষ্টির সময় স্কুল ক্যাম্পাসসহ ক্লাস রুম পানিতে তলিয়ে যায়। পানিতে তলিয়ে যাওয়া  ক্লাস রুমে ক্লাস নিলেও অনেক অসুবিধা হচ্ছে। শিক্ষার্থীদের সর্দি, কাশিসহ নানান রোগ দেখা দেয়। কিন্তু এ অবস্থায় স্কুল বন্ধও রাখা যায় না। এতে স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা কমে যায়।

এমদাদুল হক মিলন/এএম/পিআর