শামুক কুড়াতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামের বিল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টায় উপজেলার বালিয়া গ্রামের টিআরএম খাল এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বালিয়া গ্রামের টিআরএম এলাকায় একটি বিলের মধ্যে এক নারীর গলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জাগো নিউজকে জানান, উপজেলার ভবানিপুর এলাকার খুদের স্ত্রী গত ৬ দিন নিখোঁজ রয়েছে। তার নাম এখনো জানা যায়নি। তিনি শামুক কুড়াতেন এবং মানুষিক ভারসম্যহীন ছিলেন। মরদেহটি সনাক্তের জন্য তার পরিবারে খবর পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এসএস/এমএস