ওমানে প্রাইভেটকারের ধাক্কায় লক্ষ্মীপুরের ৩ জন নিহত
ওমানে প্রাইভেটকারের ধাক্কায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার পশ্চিম চরলরেন্স এলাকার মমিন উল্যাহ (২৮), একই উপজেলার করইতলা এলাকার মো. সোহাগ (২৫) ও করুনানগর এলাকার মো. জাকির হোসেন (২৯)।
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৭টার দিকে দেশটির আল বিরামি শহরে এ দুর্ঘটনা ঘটে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যদের দাবি, ওমান থেকে নিহত মমিন উল্যাহর ছোট ভাই রেদওয়ান খাঁন জানান, দেশটির আল বিরামি শহরের কর্মস্থল থেকে বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৭টায় তার ভাই দুই সহকর্মী সোহাগ ও জাকিরসহ মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। এসময় তাদের মোটরসাইকেলকে বিপরীত থেকে আসা একটি প্রাইভেটকার স্বজোরে ধাক্কা দেয়। এতে তার ভাইসহ এ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
পরে ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাইভেটকার চালককে আটক করে নিয়ে যান।
তিনি আরও জানান, তার ভাইসহ নিহত ওই তিন বাংলাদেশি যুবক ওমানে রং মিস্ত্রির কাজ করতেন। এদিকে, ওমানে তিন বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর শোনার পর গ্রামের বাড়িতে তাদের পরিবারে শোকের মাতম ও আহাজারী চলছে।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়