ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে ইউপি মেম্বারসহ দুই জামায়াত নেতা আটক

প্রকাশিত: ১০:১৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

মাদারীপুরের কালকিনি উপজেলা আলীনগর এলাকায় গ্রাম্য দলাদলীকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্য মো. নান্নু মোল্লাকে (৪২) আটক করেছে পুলিশ। অপর দিকে রাশেদুল ইসলাম (২৩) ও মো. হেমায়েত হোসেন (৫৭) নামের দুই জামায়াত নেতাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে একই সময় তাদের আটক করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলীনগর এলাকার রাজাচড় গ্রামে সোমবার সকালে গ্রাম্য দলাদলীকে কেন্দ্র করে ইউপি সদস্য নান্নু মোল্লার লোকজনের সঙ্গে একই এলাকার খগেন মন্ডলের লোকজনের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়। এ ঘটনায় ইউপি সদস্য মো. নান্নু মোল্লাকে আটক করে থানা পুলিশ।

অপরদিকে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে থানার মোড় থেকে দুই জামায়াত নেতাকে আটক করা হয়। আটক জামায়াত নেতা মো. রাশেদুল ইসলাম উপজেলার কালাই সরদারচড় গ্রামের হারেজ বেপারির ছেলে ও মো. হেমায়েত হোসেন শিবচড় উপজেলার মৃজারচড় গ্রামের ইনছান উদ্দিন মৃধার ছেলে।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর