ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যমুনায় বালুবাহী নৌকাডুবিতে মাঝি নিখোঁজ

প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

পাবনার বেড়া উপজেলার শাফুল্লায় যমুনা নদীতে রোববার রাতে বালুবোঝাই নৌকাডুবিতে সন্টু (৩৫) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন।

সোমবার বিকাল ৪টা পর্যন্ত ওই মাঝিকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ সন্টু বেড়া উপজেলার নতুর ভারেঙ্গা ইউনিয়নের চরবক্তারপুর গ্রামের ইন্তাজ বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানান, যমুনা নদীতে ড্রেজার মেশিন দিয়ে তোলা বালু বহনকারী নৌকার মাঝি ছিলেন সন্টু। তিনি রোববার সন্ধ্যায় নৌকা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি। বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে তারা জানতে পারেন সন্টু এবং তার বালুবাহী নৌকাটি পানিতে ডুবে যায়।

বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ মাঝিকে উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে।  

একে জামান/এএম/পিআর