ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হরিণাকুণ্ডে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:০৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডে পানিতে ডুবে নোমান আহাম্মেদ রাফি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নোমান আহাম্মেদ রাফি উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক ওলিয়ার রহমানের ছেলে।  

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রাফি বাড়ির পাশে খেলতে গিয়ে একটি পানির গর্তে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা দেড়টার দিকে ওই ডুবায় রাফির মরদেহ ভেসে উঠে। শিশু রাফির মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে।  

কাপাশহাটিয়া ইউপি সদস্য সালা উদ্দীন আহাম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে রাখা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি