ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বাল্যবিয়ের দায়ে বরসহ ৩ জনের সাজা

প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

সিরাজগঞ্জে বাল্যবিয়ের প্রস্তুতির অভিযোগে বরসহ ৩ জনের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং।

সাজাপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম কালিয়া কান্দাপাড়া গ্রামের ওসমান হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৬), চর রায়পুর গ্রামের জুলমত হোসেনের ছেলে বাশার হোসেন ও ওমর আলীর ছেলে ঘটক শহীদুল ইসলাম।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া দিঘলকান্দি গ্রামের সাইদুল ইসলামের মেয়ের সঙ্গে একই ইউনিয়নের পশ্চিম কালিয়া কান্দাপাড়া গ্রামের ওসমান হোসেনের ছেলে বুলবুল হোসেনের বাল্যবিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদের ভিতিত্তে সেখানে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এ সময় বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে বর বুলবুল হোসেন, ঘটক শহীদুল ইসলাম ও মেয়ের ভগ্নিপতি বাসার হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত বুলবুল ও বাশারের ১ মাস করে কারাদণ্ড ও ঘটক শহীদুলকে এক হাজার টাকা জরিমানা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এসএস/পিআর