গাজীপুরে বোমাসহ ৪০জন শিবিরকর্মী আটক
গাজীপুর সিটি করপোরেশনের মধ্য ভূরুলিয়া এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় অপটিন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে চারটি হাত বোমা, সরকার বিরোধী বিপুল পরিমাল লিফলেট ও জিহাদী বইসহ ৪০ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপটিন কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ৪০শিবির কর্মীকে আটক ও সেখান থেকে চারটি হাত বোমা, দুইটি বড় ব্যানার, সরকার বিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। তাদের রাতে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হবে। সেখানে স্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীরা কোচিং নিয়ে থাকেন।
কোচিং সেন্টারটি শিবির নেতাকর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি