দেলদুয়ারে ভুয়া চিকিৎসককে জরিমানা
টাঙ্গাইলের দেলদুয়ারে দেলোয়ার হোসেন নামের এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মৌলভীপাড়া বাজার থেকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ওই চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেন।
দেলোয়ার ওই বাজারে অবস্থিত লাইফ কেয়ার নামক লাইসেন্সবিহীন একটি ক্লিনিক বসিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। নিজে ডাক্তার না হয়েও তিনি বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্টসহ ওই ক্লিনিকে চিকিৎসা সেবা দেন।
এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, দেলদুয়ার উপজেলা সদরের মৌলভীপাড়া বাজার থেকে দেলোয়ার হোসেন নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে লাইফ কেয়ার নামক লাইসেন্সবিহীন একটি ক্লিনিকে ডাক্তার হিসেবে যোগদান করে দীর্ঘদিন চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। এ অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ২ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৩ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৪ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৫ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর