সাভারে বাস চাপায় পথচারির মৃত্যু
ঢাকার সাভারে যাত্রীবাহী বাস চাপায় এক পথচারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম নুরুন নবী (২৮)। তিনি রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব গ্রামের শাহ আলমের ছেলে এবং আল মুসলিম গার্মেন্টস এ হেলপার হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নুরুন নবী নিজ কর্মস্থল থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি