রেললাইনের পাশ থেকে দুইজনের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়ায় অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জিআরপি পুলিশ রেললাইনের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইকবাল জানান, দুপুরে চাটমোহর উপজেলার গুয়াখড়া স্টেশনের পাশে ডেঙ্গারগ্রাম ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তি (৪০) ও ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর স্টেশনের পাশে অপর অজ্ঞাত ব্যক্তির (৫০) মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকলেও তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জিআরপি পুলিশের ধারণা, ট্রেন থেকে পড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাদের হত্যা করে কৌশলে লাশ রেললাইনের পাশে ফেলে রেখে যেতে পারে।
একে জামান/এআরএ/এমএস