হবিগঞ্জে আইনজীবীকে বরখাস্ত
হবিগঞ্জে সন্ত্রাসী দিয়ে সহকর্মীর উপর হামলা চালানোর অভিযোগে আইনজীবী ফারুকুর রহমানকে সমিতি থেকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় তাকে দুই বছরের জন্য বরখাস্ত করা হয়। এসময় পর্যন্ত তিনি জেলার কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না।
আইনজীবী সমিতির কার্যকরী সদস্য শরফুল হুদা চৌধুরী খোকন জানান, ফারুকুর রহমান দীর্ঘদিন ধরেই আইনজীবী, মোয়াক্কেলসহ সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তুচ্ছ ঘটনার জের ধরে সম্প্রতি ফারুকুর রহমান নিজের ছেলে রাব্বিসহ কয়েকজন সন্ত্রাসী এনে সহকর্মী আতাউর রহমান রবিনের উপর হামলা চালান।
সন্ত্রাসীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় রবিন আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার জেলা বার লাইব্রেরি-১ এ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সভা চলে।
বার সভাপতি আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমশেদ মিয়ার পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে ফারুকুর রহমানকে দুই বছরের জন্য বরখাস্ত করা হয়। এসময় পর্যন্ত তিনি জেলার কোনো আদালতে মামলা বা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি