টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ ১২ জন আটক
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী সংলগ্ন কেয়ারী সিন্দাবাদ জাহাজের ঘাট থেকে ট্রলার ও আনুমানিক ৩ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকেল ৬টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) কক্সবাজার ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
র্যাব কক্সবাজার ক্যাম্পের অপারেশন কর্মকর্তা এএসপি শরাফত ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন থেকে ট্রলারে করে ইয়াবার বিশাল চালান নিয়ে আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। তাদের সেন্টমার্টিন থেকে ধাওয়া করে দমদমিয়া এলাকার নাফ নদী সংলগ্ন কেয়ারী সিন্দাবাদ জাহাজ ঘাটে ট্রলার ও ইয়াবাসহ মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা।
এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে।
এদিকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নাফ নদী থেকে বিজিবি’র সদস্যরা ৫০ হাজার ইয়াবা ও একটি মাছ ধরার ট্রলারসহ ৮ জনকে আটক করে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি