ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ অনুশীলন

প্রকাশিত: ০২:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে চোরাচালান ও অপরাধীদের প্রতিরোধে মঙ্গলবার থেকে যৌথ অনুশীলন “হিলি এক্সপ্রেস” শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

দুইদিন ব্যাপী এই যৌথ অনুশীলনের মঙ্গলবার ছিল প্রথম দিন। দুই বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পারিক সহযোগিতা, বন্ধুত্ব, ও সৌহার্দ্য বাড়াতে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এই যৌথ অনুশীলনের আয়োজন করেন।

জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টায় যৌথ অনুশীলনে অংশ নিতে আসা ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মানজুরালের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধি দলটি হিলি চেকপোস্টে আসেন। এসময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা বিএসএফের প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান।

পরে চেকপোস্ট গেটে যৌথ সংবাদ সম্মেলন করে যৌথ অনুশীলন “হিলি এক্সপ্রেস” এর কার্যক্রম তুলে ধরেন দুই বাহিনীর কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, বিজিবির রংপুর রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল জুলফিকার এবং বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের টুআইসি আলকেশ সিনহাসহ উভয় বাহিনীর স্টাফ অফিসাররা।

লে. কর্নেল মোস্তাফিজুর আরো জানান, সকাল সোয় ১০টায় চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের এবং আমদানিকৃত পণ্যবাহী ট্রাক পৃথকভাবে তল্লাশি চালায় বিজিবি ও বিএসএফ সদস্যরা। এরপর সেখান থেকে হিলি সিপি ক্যাম্পের অতিথি শালায় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা এক সাক্ষাতে মিলিত হন।

বেলা সাড়ে ১১টায় হিলি রেলস্টেশনের দক্ষিণপার্শে এক পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। এর আগে সীমান্ত পিলারও চেকিং করে যৌথ অনুশীলনে অংশগ্রহণ করেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী। দুপুর ২টায় যৌথ অনুশীলনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেড় কিলোমিটার সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে পুনরায় যৌথ অনুশীলন শুরু করবে বিজিবি ও বিএসএফ। এর অংশ হিসেবে হিলি রেলস্টেশনে ট্রেন ও যাত্রীদের তল্লাশি, সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে চোরাচালান বন্ধসহ বিভিন্ন ধরনের যৌথ অনুশীলন ছাড়াও ছায়া অভিযান পরিচালনা করা হবে।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি