সরকারি চাল আত্মসাৎ : খাদ্য কর্মকর্তাসহ গ্রেফতার ২
সরকারি চাল আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাবেক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হাসিবুল হাসানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহের নতুন বাজারের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ অঞ্চলের দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হাসিবুল হাসান ২০১২ সালে সরকারি ৬০ মেট্রিক চাল আত্মসাৎ করে। যার বাজার মূল্য ২০ লাখ ২২ হাজার টাকা।
এ ঘটনায় ওই সময় ময়মনসিংহ অঞ্চলের দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর দুই কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেন।
নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান