সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার
সাতক্ষীরায় অ্যাড. আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের সংগ্রাম মেডিকেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অ্যাড. আবু বক্কর সিদ্দিক সদরের মধুমল্লারডাঙ্গী গ্রামের ঈমান আলী গাজীর ছেলে ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সভাপতি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে জানান, আবু বক্কর সিদ্দিকী একাধিক মামলায় জেল খেটে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি