ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে জোড়া খুন : ১৫ আসামি কারাগারে

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলায় ১৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ৪ আগস্ট ভোর রাতে নাটোরের সিংড়ার বড়গ্রামের মোজাফফর হোসেন নামের সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে এবং তার সহোদর হাসেম আলীকে পা কেটে ফেলা আহত করে। পরে তাদের হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় মামলার অভিযুক্ত ১৫ ব্যক্তি মঙ্গলবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে অভিযুক্তরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

বিচারক তাদের জামিন নামঞ্জুর করে সকলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উলে­খ্য, গত ৪ আগস্ট ভোর রাতে নাটোরের সিংড়ায় মোজাফফর হোসেন নামের সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে এবং তার সহোদর হাসেম আলীকে পা কেটে আহত করলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এছাড়া অপর সহোদর মহসিন আলীকে কুপিয়ে আহত করে।

পরে ৫ আগস্ট নিহত মোজাই ডাকাতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ আসামির নাম উল্লেখসহ আরো ১৫/২০জনকে অজ্ঞাত আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন।

আসামিদের মধ্যে উপজেলার বড়গ্রাম এলাকার জায়েদ আলীর ছেলে শাহাদাত হোসেন, আব্দুল আজিজের ছেলে রুহুল আমীন ও বগুড়ার শাহাজানপুরের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মোতালেব ওরফে ভাগ্নে শামীমকে র্যাব-৫ এর সদস্যরা গত ২৫ সেপ্টেম্বর রোববার গ্রেফতার করে।

রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি