কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত এক অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক মন্টু মিয়া (৩৪) ও যাত্রী সজীব (২২)। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় রানাখড়িয়া এলাকায় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীতমুখি একটি মালবাহী ট্রাক চাপা দেয়।
এ সময় রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সজীব। আহত হন অটোরিকশায় থাকা কাওসার, মাসুদ রানা ও মন্টু নামে আরও ৪ যাত্রী।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে চালক মন্টু মারা যান।
বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল