ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৫:২১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল নয়াপাড়ায় পাইপভর্তি ট্রাক, দুটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

Tangail

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, সকাল সাড়ে ৭টার দিকে উত্তরবঙ্গগামী পাইপ ভর্তি একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ট্রাক ও বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন।

কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে এক বাসযাত্রীর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। নিহত একজনের মরদেহ গোড়াই হাইওয়ে থানায় ও অপরজনের মরদেহ কুমুদিনী হাসপাতাল মর্গে  রাখা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসএস/পিআর