ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে নিজ ঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

মানিকগঞ্জে প্রিয়া সাহা (২০) নামে এক কলেজ পড়ুয়া গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার সকালে শহরের পূর্ব দাশড়া এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দাশড়া এলাকার সাধু সাহার মেয়ে মানিকগঞ্জ মহিলা কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়া সাহার সঙ্গে একই এলাকার বুয়েটের শেষ বর্ষের ছাত্র দীপঙ্করের  প্রেমের সম্পর্কের পর গত ৭ আগস্ট বিয়ে হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে প্রিয়া আক্তার শ্বশুরের বাসায় ঘুমিয়েছিলেন। সকালে রুমের ভেতর তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, প্রিয়ার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের আসবাবপত্র ভাঙাচোরা ও ছাড়ানো ছিটানো এবং বারান্দার গ্রিলের পকেট দরজার কব্জা ভাঙা দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্বামী পড়ালেখার জন্য ঢাকায় থাকলেও প্রিয়ার বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি পাশের রুমেই ছিলেন। তবে ঘটনার সময় তারা বিষয়টি টের পায়নি।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পিবিআইসহ গোয়েন্দা সংস্থা কাজ করছে।

বি.এম খোরশেদ/ এসএস/পিআর