ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষক হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার সবুজ গ্রামের কৃষক লোকমান হত্যার ঘটনায় ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। এসময় আদালতে আসামিরা সবাই উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মো. মোস্তফা, মনির আহম্মদ, নাহিদ, রেজাউল হক, মজনু, আলতাফ, আইয়ুব আলী, মনির আহম্মদ, মোরশেদ, ধনরাজ, রুবেল, শহিদুল ইসলাম, অহিদুজ্জামান, জিন্নাহ, হান্নান ও আব্বাস।

আদালত সূত্র জানায়, রামগতি উপজেলার আলেকজান্ডারের সবুজ গ্রামে ২০০৯ সালের ২১ জানুয়ারি সকালে কৃষক লোকমান হোসেন জমিতে কাজ করছিলেন। এসময় স্থানীয় মোস্তফার নেতৃত্বে ১৬ আসামি লোকমানের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় গুরুতর আহত লোকমান চিকিৎসাধীন অবস্থায় ১০ ফেব্রুয়ারি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আবদুর গফুর বাদী হয়ে থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানী শেষে ১৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, এ রায়ে নিহতের পরিবার ও আমরা সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

তবে আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবির বলেন, ১৬ জনের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

কাজল কায়েস/এফএ/এমএস