১০ টাকায় চাল বিতরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ
নওগাঁ সদর উপজেলায় সরকারের ‘খাদ্য নিরাপত্তা কর্মসূচির’ আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল উত্তোলনের কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
হতদরিদ্র কার্ডধারীর কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকা করে নিয়ে কার্ড দেওয়া হয়েছে বলে ভূক্তভোগীদের অভিযোগ। এ বিষয়ে ভূক্তভোগীদের হয়ে কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদ সাবেক আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বাবু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
জানা যায়, কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদে দুইজন ডিলারের মাধ্যমে ১ হাজার ২৫৭ জন হতদরিদ্রকে চাল দেওয়া হবে। গত ২০ সেপ্টেম্বর থেকে চাল দেওয়া শুরু হয়। ডিলার বেলাল হোসেনের মাধ্যমে ১০ টাকা কেজি দরে হতদরিদ্র কার্ডধারী ৬৫৯ জন চাল পাবেন। কিন্তু চাল দেওয়ার নামে চাল উত্তোলন কার্ড বিতরণে হতদরিদ্র কার্ডধারী ছয়জনের কাছ থেকে ৫০ টাকা করে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভূক্তভোগী আনিছুর রহমান, ইয়াদ আলী, হাসিফুল, নাসির উদ্দিন মন্টু, আসাদুল, নাসির উদ্দিন জানান, চাল উত্তলনের জন্য কার্ড নিতে আসলে ডিলার বেলাল হোসেন ৫০ টাকা দাবি করেন বসেন। টাকা ছাড়া কার্ড দেওয়া হবে না বলেও জানান। অবশেষে তাকে ৫০ টাকা দিয়েই কার্ড নিতে হয়েছে।
তবে ডিলার বেলাল হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, ডিলারি করতে দিবে না বলে কিছু ব্যক্তি শত্রুতামূলক মিথ্যা রটাচ্ছেন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ঘটনাস্থলে সরজমিনে তদন্ত করে টাকা নেওয়ার সত্যতা পাওয়া গেছে। এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বেলাল হোসেনকে ডিলারশিপে রাখা যাবে কিনা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা রির্সোস সেন্টার ট্যাগ অফিসার প্রেম কুমার দাস এবং র্কীত্তিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্বাস আলী/এফএ/এবিএস