নওগাঁ-রাজশাহী মহাসড়কে কচুরিপানার স্তূপ
নওগাঁ-রাজশাহী মহাসড়ক চৌমাশিয়া নওহাটা মোড় একটি জনগুরুত্বপূর্ণ স্থান। এ মহাসড়কের একাংশ হাঁটু সমান পানির নিচে ডুবে থাকায় জন্ম নিয়েছে কচুরিপানা। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়কটি রক্ষার্থে পানি নিষ্কাশনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে সচেতন এলাকাবাসী।
নওগাঁ শহর থেকে ছেড়ে আসা ও জেলার ৯টি উপজেলা থেকে আসা বাস তে-মাথা চৌমাশিয়া নওহাটা মোড়ে প্রায় ৫/১০ মিনিট অপেক্ষা করে। প্রতিদিন জেলার ৭০ থেকে ৮০ ভাগ যাত্রীবাহী বাস এবং ট্রাক চলাচল করে এ বাজারের সড়কের উপর দিয়েই। প্রায় দেড় বছর পূর্বে এ বাজারে সড়কের দু’পাশে সড়ক ও জনপদ বিভাগের লোকজন মাটি কেটে ট্রাক্টর দিয়ে তুলে নিয়ে যায়। কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এবং মাটি তুলে নিয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি জমে থাকে সড়কের উপর। ফলে সড়কের উপর জমে থাকা হাটু সমান পানিতে জন্ম নিয়েছে কচুরিপানা।
পানি ও কচুরিপানার উপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবেই প্রতিনিয়ত চলাচল করছে শত শত যানবাহন আর নষ্ট হচ্ছে সড়কটি।
স্থানীয় মনোয়ার হোসেন ও আনিছুর রহমান জানান, কোনো কিছু না দেখে বছর দেড়েক আগে ট্রাক্টর দিয়ে সড়ক ও জনপদ বিভাগের লোকজন মাটি কেটে নিয়ে যায়। পানি যাবার কোনো ড্রেন না থাকায় একটু বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকে। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার যানবাহন এবং লাখ লাখ যাত্রী চলাচল করে। সরকারের এ সম্পদ রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়ার দাবি জানান তিনি।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক বলেন, ঘটনাস্থল দেখেছি। সেখানে শিগগিরই ড্রেনেজ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্বাস আলী/এমএএস/আরআইপি