ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় ২ ভূমি কর্মকর্তাসহ চারজন গ্রেফতার

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

নেত্রকোনায় ভূমি সহকারী দুই কর্মকর্তাসহ সাবেক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দিনভর অভিযান চালিয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় বিকেল ৩টায় তাদের গ্রেফতার করা হয়। বিকেল ৫টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিনয় চন্দ্র সেন (৪৫), ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. মনিরুল হক (৪৫), সাবেক ইউপি চেয়ারাম্যন বদরুজ্জাহান খান (৫৫) ও চেয়ারম্যানপত্নী হোসনে আরা খানম রীনা (৫০)। তারা প্রত্যেকেই সদর উপজেলার বাসিন্দা।

ব্যক্তিগত সম্পত্তি ও সরকারি সম্পত্তি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নামজারি করে ভোগদখল, আত্মসাৎ এবং আত্মসাতে সহায়তার অপরাধের অভিযোগে ময়মনসিংহ দুদক এ চারজনকে গ্রেফতার করে।
 
কামাল হোসাইন/এফএ/আরআইপি