বাহুবলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকার মন্ডলকাপন মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মংলা মিয়ার ছেলে জেবু মিয়া (২৫) ও আব্দুল কাদিরের ছেলে খালিক (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী মিতালী পরিবহনে একটি বাস দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। জনতা দ্বিগম্বর বাজারে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দ খোকন/এসএস/আরআইপি