ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে স্বর্ণের দোকানে ডাকাতি : আহত ৪

প্রকাশিত: ০৭:০২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

নাটোরের হালসায় দুটি স্বর্ণের দোকান থেকে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে ৪ নৈশ প্রহরী।

পুলিশ ও দোকান মালিকরা জানান, বুধবার রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ ডাকাতদল সদর উপজেলার হালসা বাজাররের মৌসুমী এবং জবেদা জুয়েলার্সের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে ট্রাক ভিড়িয়ে দোকান দুটি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

এ সময় বাজারের নৈশ প্রহরীরা বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতদল। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নাটোর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় হালসা বাজার উন্নয়ন কমিটি প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে অবিলম্বে লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারে দাবি জানানো হয়।

এ বিষয়ে নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।
 
রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি