শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
‘সংঘাত নয়, শন্তি চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই’ এই স্লোগানকে সামনে রেখে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।
বুধবার দুপুরে অ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স সুনামগঞ্জ জেলা শাখা সুনামগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করেছে।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসের, বাংলাদেশ শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সচিব মো. রুহুল আমিন, পৌর কলেজের প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী তুহিন আলম, ব্যবসায়ী নুরুল হাসান আতাহার,অ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, যুগ্ম-সম্পাদক মুন্না রঞ্জন দাস, সহ-সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ, কোষাদক্ষ রুহুল আমিন নাইম, প্রচার ও পাঠাগার সম্পাদক রুবাইয়া আলতাফ নূরা, দপ্তর সম্পাদক মো. বজলুর রহমান, শিক্ষা, গবেষনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আবু সাইফ খান রুমিত, প্রতিযোগিতা সম্পাদক শিমুল হাসান রাফি প্রমুখ।
এমএএস/আরআই