মান্দায় মাদকসহ আ.লীগ নেতার ছেলে আটক
প্রতীকী ছবি
নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিনের ছেলে সরদার গোলাম সরোয়ার ঝন্টুকে (৪০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়বেলালদহ গ্রামে অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়। এসময় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় দুই পুরিয়া হেরোইন ও এক পুরিয়া গাঁজাসহ ঝন্টুকে আটক করা হয়। বিকেলে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/এফএ/এমএস