ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরিষাবাড়ীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০১ অক্টোবর ২০১৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লাইজু মিয়া (২২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে সরিষাবাড়ী পৌর এলাকার ঝালুপাড়া ব্রিজের কাছ থেকে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাইজু মিয়া পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, লাইজু মিয়া শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে পৌর এলাকার ঝালুপাড়া ব্রিজের কাছে লাইজুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাইজু মিয়ার মরদেহ উদ্ধার করে। লাইজুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুভ্র মেহেদী/এসএস/এমএস