ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০১ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে  পৌরসভার একটি কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক আলী মুতুর্জা বাবু ও ছায়েম হোসেন এ কমিটি ঘোষণা করেন।

মাহফুজ আলম পাটওয়ারীকে সভাপতি, রুবেল হোসেনকে সহ-সভাপতি, শাকিল হাজারীকে সাধারণ সম্পাদক এবং শরীফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা বলেন, লামচর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত একসভায় এ কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কমিটির নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এআরএ/আরআইপি