ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:০৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হোটেলের চুলা বিস্ফোরণে আগুনে দগ্ধ দুই শ্রমিক মৃত্যুর সঙ্গে পাঁচদিন লড়াই করে অবশেষে মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় ।

নিহত শ্রমিকরা হলেন উপজেলার দইখাওয়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র সুরুজ্জল (৩৪) ও এইক গ্রামের হেমন্ত বর্মনের পুত্র তপন বর্মণ (৩০)। তারা দুজন পিপাসা নামক একটি হোটেলের কর্মচারী ছিলেন।

উপজেলার গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনেরা লাশ আনার জন্য অতিমধ্যে রংপুরে উদ্দেশে রওনা হয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার রাতে উপজেলার দইখাওয়া হাটের পিপাসা হোটেলের কর্মচারী সুরুজ্জল ও তপন বর্মণ প্রতিদিনের ন্যায় কেরোসিনের চুলায় পরাটা তৈরি করছিল। এ সময় হঠাৎ কারেই ওই চুলাটির বিস্ফোরণ হলে মুহুর্তে সেই আগুনে সুরুজ্জল ও তপন বর্মণ আগুনে ঝলছে যায়।

এ ঘটনায় সাতটি দোকানে আগুন লাগে ও পুড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

বিএ/আরআইপি