মাদকসেবীর হাতে ইমাম খুন
চাঁদপুরে কচুয়ায় মাদক সেবনের প্রতিবাদ করায় রনি নামে এক বখাটের ছুরিকাঘাতে মসজিদের এক ইমাম খুন হয়েছেন। রোববার ফজরের নামাজের পর শিলারস্থান ফোরকানিয়া মাদরাসার মক্তবে এ ঘটনা ঘটে।
নিহত ইমামের নাম শাহ আলম ওরফে সাহাব আলী। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার শিলারস্থান মসজিদের ইমাম ও শিলারস্থান ফোরকানিয়া মাদরাসার শিক্ষক।
এলাকাবাসী জাগো নিউজকে জানান, ঘটনার কয়েক দিন আগে শাহ আলম ওরফে সাহাব আলী রনিকে মাদক সেবন না করার জন্য বলে। এতে সে উত্তেজিত হয়ে শিক্ষক শাহ আলমকে দেখে নিবে বলে হুমকি দেয়। রোববার ফজরের নামাজের পর শিলারস্থান ফোরকানিয়া মাদরাসার মক্তবে গেলে হঠাৎ রনি অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। দ্রুত তাকে কচুয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা চৌধুরী জাগো নিউজকে জানান, শাহ আলম ওরফে সাহাব আলীর হত্যাকারী বখাটে রনিকে আটক করা হয়েছে। আইন ব্যবস্থা নেয়া হবে।
ইকরাম চৌধুরী/এসএস/এমএস