শরীয়তপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৪র্থ সম্মেলন
শরীয়তপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, অ্যাড. আজিজুর রহমান রোকন।
এসময় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশিদ এম, শরীয়তপুর জেলা সভাপতি সুকান্ত ভাওয়াল, সাধারণ সম্পাদক নুরুল হক ঢালী, মাদারীপুর জেলা সভাপতি তপন ভৌমিক, শরীয়তপুর জেলা উদিচির সভাপতি এম আলমগীর ও জেলা সাম্যবাদী সভাপতি তপন ভৌমিক প্রমূখ।
ছগির হোসেন/এফএ/পিআর