ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খানজাহান (রহ.)-এর ধলাপাহাড় মারা গেছে (ভিডিও)

প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাগেরহাটের ঐহিত্যবাহী হযরত খানজাহান (রহ.)-এর মাজার দীঘির শতবর্ষী ধলাপাহাড় কুমিরটি মারা গছে। বৃহস্পতিবার সকালে দীঘির পানিতে কুমিরটির মৃতদেহ ভেসে ওঠে।

মাজারের খাদেম হুমাউন কবির ফকির বলেন, দীঘির পাড়ের বাসিন্দারা সকালে কুমিরটিকে ভাসতে দেখে। প্রশাসনের লোকদের জানান হলে তারা এসে কুমিরটিকে উদ্ধার করেছে।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকেন্দু শেখর গায়েন বলেন, ধলাপাহাড় লম্বায় প্রায় ৯ ফুট। এই প্রজাতির মিঠা পানির কুমির সাধারণত ১১ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কুমিরটির বয়স আনুমানিক ১০০ বছর। Pan Statits (বর্বি জাতীয় রোগ) রোগে আক্রান্ত হয়ে অথবা খাবারে বিষক্রিয়ায় মাদি এই কুমিরটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মাজার প্রাঙ্গণে কুমিরটির ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কুমিরটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



এএইচ/পিআর