টাঙ্গাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ সময় আরো তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শোলাকুড়া গ্রামে।
নিহতের নাম বিপ্লব (৩৫)। তিনি খুলনার মহিরউদ্দিনের ছেলে। অপর তিন ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রোববার রাত তিনটার দিকে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শোলাকুড়া গ্রামের একটি বাড়িতে ডাকাতদল হানা দেয়। এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
লোকজনের গণপিটুনিতে বিপ্লব নামে এক ডাকাত গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পালানোর সময় ডাকাত দলের অপর তিনজনকে আটক করে এলাকাবাসী।
আটক তিন ডাকাতের এখনও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে