শায়েস্তাগঞ্জে ৬ দফা দাবিতে রেল অবরোধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের ট্রেনের টিকিট বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রাম রেলপথ অবরোধ করা হয়।
জানা গেছে, সকাল ১০টা ৩ মিনিটে ঢাকাগামী কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ পৌঁছালে অবরোধকারীরা ট্রেনটি আটক করে বিক্ষোভ করতে থাকে। এ খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেলফোনে অবরোধের বিষয়টি নিয়ে কথা বলেন।
তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে অবরোধকারীদের ছয় দফা দাবি পূরণ করা হবে এবং ৩-৪ দিনের মধ্যে আন্তনগর ট্রেনের টিকেট বৃদ্ধির আশ্বাস দিলে অবরোধকারী সাময়িকভাবে রেল অবরোধ তুলে নেয়। অবশেষে অবরোধে আটকা পড়া কালনী ট্রেনটি ৩০ মিনিট পরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 
শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন শাহেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, প্রবীন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান।
আরো বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, প্রভাষক জালাল উদ্দিন রুমী, পৌর যুবলীগের সভাপতি মো. আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক টিএম আফজল, ফোরামের সাধারণ সম্পাদক সালাউদ্দিন লিটন, মাসুক আহমেদ, প্রসনজিত দেব প্রমুখ।
কামরুজ্জামান আল রিয়াদ/এসএস/এমএস