ট্রাকচাপায় চবি ছাত্রলীগ নেতার মৃত্যু
ফেনীর দাগনভুইয়ায় সড়ক দুর্ঘটনায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রাসেল নিহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে রাসেল মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ যাচ্ছিলো। পথিমধ্যে ফেনীর দাগনভুঞা থানার সিলোনিয়ায় পৌঁছালে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পর তার মৃত্যু হয়।
দাগনভুইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জহিরুল হক মিলু/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার