ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৩ অক্টোবর ২০১৬

দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্যপ্রহরী মোজাহারুল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় দুজনের যাবজ্জীবন ও দুজনের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযুক্ত ৪ আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেল ৪টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা-২ জজ মো. ওয়ালিউর ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বোচাগঞ্জ উপজেলার জ্বালানি গ্রামের আফতাব উদ্দীনের ছেলে আলম হোসেন (৩৯) ও একই গ্রামের বাসেদ ওরফে বাচ্চা মিয়ার ছেলে রফিকুল ইসলাম ওরফে অকিবুল হোসেন (৪০)।

এছাড়া মামলার অপর দুই আসামি জ্বালানি গ্রামের আব্দুর রউফের ছেলে মো. আব্দুস সালামকে (৩৫) নয় বছর সশ্রম কারাদণ্ড ও একই গ্রামের মজির উদ্দীনের ছেলে আফতাব উদ্দীনকে (৬৮) তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার তুলাই নদীর অদূরে ২০০৭ সালের ১৫ জুলাই বিকেল সাড়ে ৫টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্যপ্রহরী মোজাহারুল ইসলামকে আটক করে আসামিরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের আঙ্গুল এবং বাম কান কেটে ফেলে।

গুরুতর আহত মোজাহারুল বাদী হয়ে বোচাগঞ্জ থানায় ২০০৭ সালের ২২ জুলাই ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং- জিআর ৪৫/২০০৭।

পরে পুলিশ তদন্তে দণ্ডিত ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট ও ২ আসামিকে মামলা থেকে অব্যহতি দিয়ে আদালতে প্রতিবেদন পেশ করেন।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি